• কবিতা সুর্মা


    কবি কবিতা আর কবিতার কাজল-লতা জুড়ে যে আলো-অন্ধকার তার নিজস্ব পুনর্লিখন।


    সম্পাদনায় - উমাপদ কর
  • সাক্ষাৎকার


    এই বিভাগে পাবেন এক বা একাধিক কবির সাক্ষাৎকার। নিয়েছেন আরেক কবি, বা কবিতার মগ্ন পাঠক। বাঁধাগতের বাইরে কিছু কথাবার্তা, যা চিন্তাভাবনার দিগন্তকে ফুটো করে দিতে চায়।


    সম্পাদনায়ঃ মৃগাঙ্কশেখর গঙ্গোপাধ্যায় ও তুষ্টি ভট্টাচার্য
  • গল্পনা


    গল্প নয়। গল্পের সংজ্ঞাকে প্রশ্ন করতে চায় এই বিভাগ। প্রতিটি সংখ্যায় আপনারা পাবেন এমন এক পাঠবস্তু, যা প্রচলিতকে থামিয়ে দেয়, এবং নতুনের পথ দেখিয়ে দেয়।


    সম্পাদনায়ঃ অর্ক চট্টোপাধ্যায়
  • হারানো কবিতাগুলো - রমিতের জানালায়


    আমাদের পাঠকরা এই বিভাগটির প্রতি কৃতজ্ঞতা স্বীকার করেছেন বারবার। এক নিবিষ্ট খনকের মতো রমিত দে, বাংলা কবিতার বিস্মৃত ও অবহেলিত মণিমুক্তোগুলো ধারাবাহিকভাবে তুলে আনছেন, ও আমাদের গর্বিত করছেন।


    সম্পাদনায় - রমিত দে
  • কবিতা ভাষান


    ভাষা। সে কি কবিতার অন্তরায়, নাকি সহায়? ভাষান্তর। সে কি হয় কবিতার? কবিতা কি ভেসে যায় এক ভাষা থেকে আরেকে? জানতে হলে এই বিভাগটিতে আসতেই হবে আপনাকে।


    সম্পাদনায় - শৌভিক দে সরকার
  • অন্য ভাষার কবিতা


    আমরা বিশ্বাস করি, একটি ভাষার কবিতা সমৃদ্ধ হয় আরেক ভাষার কবিতায়। আমরা বিশ্বাস করি সৎ ও পরিশ্রমী অনুবাদ পারে আমাদের হীনমন্যতা কাটিয়ে আন্তর্জাতিক পরিসরটি সম্পর্কে সজাগ করে দিতে।


    সম্পাদনায় - অর্জুন বন্দ্যোপাধ্যায়
  • এ মাসের কবি


    মাসের ব্যাপারটা অজুহাত মাত্র। তারিখ কোনো বিষয়ই নয় এই বিভাগে। আসলে আমরা আমাদের শ্রদ্ধা ও ভালবাসার কবিকে নিজেদের মনোভাব জানাতে চাই। একটা সংখ্যায় আমরা একজনকে একটু সিংহাসনে বসাতে চাই। আশা করি, কেউ কিছু মনে করবেন না।


    সম্পাদনায় - সোনালী চক্রবর্তী
  • পাঠম্যানিয়ার পেরিস্কোপ


    সমালোচনা সাহিত্য এখন স্তুতি আর নিন্দার আখড়ায় পর্যবসিত। গোষ্ঠীবদ্ধতার চরমতম রূপ সেখানে চোখে পড়ে। গ্রন্থসমালোচনার এই বিভাগটিতে আমরা একটু সততার আশ্বাস পেতে চাই, পেতে চাই খোলা হাওয়ার আমেজ।


    সম্পাদনায় - সব্যসাচী হাজরা
  • দৃশ্যত


    ছবি আর কবিতার ভেদ কি মুছে ফেলতে চান, পাঠক? কিন্তু কেন? ওরা তো আলাদা হয়েই বেশ আছে। কবি কিছু নিচ্ছেন ক্যানভাস থেকে, শিল্পী কিছু নিচ্ছেন অক্ষরমালা থেকে। চক্ষুকর্ণের এই বিনিময়, আহা, শাশ্বত হোক।


    সম্পাদনায় - অমিত বিশ্বাস
  • ধারাবাহিক উপন্যাস


    বঙ্কিমচন্দ্র


    অর্জুন বন্দ্যোপাধ্যায় প্রণীত

Saturday, May 21, 2016

তুষ্টি ভট্টাচার্য্য

ভূমিকম্প সিরিজ

মুহূর্ত

কিছু মুহূর্ত তৈরী হয়
এমন সময়ের কাছে হাত পাতা যায়
নির্দ্বিধায়
ফেরিঘাট দূরে 
তবু দুলুনি নিয়ে আসে সেই পারানি
ভাসায়

আসার কথা ছিল না

অসুস্থতার ছুতো নিয়ে আসার কথা ছিল না
এসেছে বলে কিছু ইতস্তত পা ঘষছে
কয়েকটা বেসামাল মাথা টলছে সাড়ম্বরে  
পাপোশের ওপর শুয়ে থাকা বেড়ালটিও
টের পেয়েছে এই কাঁপুনি 

উপভোগ

ভোগের সামগ্রী নিয়ে তোলপাড় রাস্তা
একসাথে জড়িয়েছে খাদ আর ঢেউ
ক্রিভার্সের কাছে গিয়ে ফিরে দেখা ক্লিভেজ
ধ্বস-ভাবনা থেকে শীঘ্র পতন
আনুমানিক টাকার হিসেবে ক্ষয়

টেকটোনিক প্লেট
 
দূরে সরে যাবে বলে উল্লাস!
কাছাকাছি থাকায় বড় বেশি ক্লেশ!
নড়েচড়ে বসেছে দুপুর
মাটির গন্ধ পাচ্ছে টেকটোনিক প্লেট

আফটার শক

আবার ঘাই মারে বুকে
এক ঝটকায় সামাল সামাল
কত আর গুস্তাগি মেনে নেওয়া যায়
নাচনীতোর অহং সম্বল

ট্রমা

এখনও কাঁপছে
থরথর এখনও মাটি
এত চাপা পড়া দেহ, শহরের লাশ
এখানে কী বাঁশি বাজে আজকাল
রাধার ছলাতছল?
রাস্তায় বড় ধুলো, টের পাও মৃত মাছি?



My Blogger Tricks

0 comments:

Post a Comment