ভূমিকম্প সিরিজ
মুহূর্ত
কিছু মুহূর্ত তৈরী হয়
এমন সময়ের কাছে হাত পাতা যায়
নির্দ্বিধায়
ফেরিঘাট দূরে
তবু দুলুনি নিয়ে আসে সেই পারানি
ভাসায়
আসার
কথা ছিল না
অসুস্থতার
ছুতো নিয়ে আসার কথা ছিল না
এসেছে
বলে কিছু ইতস্তত পা ঘষছে
কয়েকটা
বেসামাল মাথা টলছে সাড়ম্বরে
পাপোশের
ওপর শুয়ে থাকা বেড়ালটিও
টের
পেয়েছে এই কাঁপুনি
উপভোগ
ভোগের
সামগ্রী নিয়ে তোলপাড় রাস্তা
একসাথে
জড়িয়েছে খাদ আর ঢেউ
ক্রিভার্সের
কাছে গিয়ে ফিরে দেখা ক্লিভেজ
ধ্বস-ভাবনা
থেকে শীঘ্র পতন
আনুমানিক
টাকার হিসেবে ক্ষয়
টেকটোনিক
প্লেট
দূরে
সরে যাবে বলে উল্লাস!
কাছাকাছি
থাকায় বড় বেশি ক্লেশ!
নড়েচড়ে
বসেছে দুপুর
মাটির
গন্ধ পাচ্ছে টেকটোনিক প্লেট
আফটার শক
আবার ঘাই মারে বুকে!
এক ঝটকায় সামাল সামাল
কত আর গুস্তাগি মেনে নেওয়া যায়
নাচনী – তোর অহং সম্বল
ট্রমা
এখনও কাঁপছে
থরথর এখনও মাটি
এত চাপা পড়া দেহ, শহরের লাশ
এখানে কী বাঁশি বাজে আজকাল
রাধার ছলাতছল?
রাস্তায় বড় ধুলো, টের পাও মৃত মাছি?
0 comments:
Post a Comment