Saturday, May 21, 2016
পুরুষজন্ম
ঠাকুমারা অনন্ত সিরিয়ালে বোর ফিল করেন
অনুমতি হীন পুরুষের জন্ম
হয়
চুতিয়া চারিপাশ।
তবুও ছক কষে বাবা
প্রদীপের জন্ম দেন । অনুমতিহীন
চুতিয়া চারিপাশ ।
পুরুষ ক্রমে বাবা হয়ে ওঠে
ডিএন এর প্রতিহিংসায়, ভয়ে ,
ঠাকুমা আবার বোরড্ হয়ে ওঠেন
।
আনটাইটেলড্
১।
অক্ষাংশ দ্রাঘিমাংশ ভেজেছে
বাদমি করেছে অবস্থান
স্বাদ মুচমুচে হয়েছে আমার
তুমি তো কাঁচা...
২।
কাঁচা মাংস খাওয়া যায় না এখন
দাঁত ছোট হয়ে গেছে
মুখ ছোট হয়ে গেছে
কারণ
পাখিদের পা ডানা হয়ে গেছে...
৩।
অনেকগুলো ফিলামেন্ট কেটে গেছে
চোখের ভেতর
ডাক্তার সাদা পাতায় লিখেছে
কয়েক ফোঁটা লাল নীল নাম
দেখা যাক কতটা রঙিন
হয় জীবন।
৪।
মেয়েরা সুখী হলে ডাক্তার
খানায় আসে।
৫।
মেয়েরা শাড়ী পড়লে দীর্ঘ
হয়ে ওঠে ।
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment