Saturday, May 21, 2016
চারসত্যি
১
বুকের ভেতর একটা চেয়ার আছে
কাঠের
তুমি বসলে
সিংহাসন মনে হয়
২
বৃদ্ধ মাষ্টার মশাই
ছানি পরা চোখ
মনে হয় শিশুর টিফিনবক্স
যার টিফিন পড়ে গেছে
৩
স্বপ্ন বলছে বাস্তব মিথ্যা
বাস্তব বলছে স্বপ্ন
মিথ্যা পা দোলাচ্ছে
মায়া মাসির কোলে।
৪
শুকনো একটা গাছ
বিশাল এক মাঠের মাঝখানে
অট্টহাসির মত ...
বাড়ি (১)
বাড়িটা গম্ভীর, দূর থেকে দেখি
গেটের ভেতর বাঁধা একটা গ্রে হাউন্ড
গভীর রাতে ভায়োলিন হয়ে যায় বাড়িটা
রাস্তার পাকুড় গাছের ছায়া আর চাঁদের আলোয়, মনে হয়
শীতের আলোয়ান জড়ানো, একা...ঠাকুর্দা।
বাড়ি (২)
ছোটোখাটো হাসিখুশী
এলোমেলো অযত্নে বেড়ে ওঠা কিছু গাছ
ভাদালি, কুলেখেড়া, থানকুনি যে যার মতন
পাহারাদার ভুলু
পুজোর প্রসাদ পায় চেটে, টুকরো মাংসও
এই বাড়ি বাবার মতন
বাড়ি (৩)
বাড়িটা দেখি নি। ইচ্ছে
হলে আঁকতে পারি তবু।
দোলনা এঁকে ঝুলিয়ে দিই বারান্দায়, ধান ছড়াই
উঠোনে
উড়ে আসে শালিখ চড়াই। কিছু চড়াই ঝগড়ুটে খুব ...কথকীও
ধুলোর ভেতর ডানা মেলে স্নান হয়
একটি অন্ধ কুকুর খুঁজতে থাকে সারা বাড়ি।
কাকে খোঁজে!
আমি অপেক্ষা আঁকতে পারি না...
Subscribe to:
Post Comments (Atom)
পড়েছি আগেই শুধু মুগ্ধতা রাখলাম।
ReplyDeleteDutoi odhbhut Lekha....
ReplyDeleteKoi ami to dekhi onayase ako sob
ReplyDelete