বিছানার ওপর থেকে ফোনের সরে যাওয়ার
একটা তুমি-আমি ব্যাপার আছে। সেদিনের মত মাথার যন্ত্রণাগুলো কোনো কোনো সময়
ঠিক পাড়ার কম্পিটিশনগুলোর পরেই আসে। ঠেকে যায়।
কমে যেতে যেতে 'জল' বলে।
বাবারা বেশিরভাগ সময়ই 'হাঁড়ি ভাঙা' খেলতে এসে কাছাকাছি গিয়ে পড়ে আর ভাই'রা কারও মাথা লক্ষ্য করে লাঠি তুলে ধরে।
তোমার মত কেউ কেউ 'মিউজিক্যাল বল' এ সেকেন্ড বা থার্ড হয়।
রুটি আর ফুলকপির ডিনারে নিমন্ত্রণ করলে
সরু সরু লক্ষ্যগুলোর বিচ্যুতি ঘটে।
এখানে রুমাল আছে ফোন ব্যালান্সও
শুধু দুই আর দুই মিলে চার হলে
কি আমি বলতে পারি
দুই আর চারেও দুই হয়!!
২।
বিশ্বাসঘাতকের একটা বর্ণপরিচয় থাকে
আগে পরে যার সর্ষে বা পুঁইমাচা
অথবা একটু বাঁদিক ঘেঁষে শোয়
আমি কি কখনও তার ডাকনাম হতে পারি
আসন্ন চিঠি প্রাপ্ত হতে হলে
নিয়ামক বা নিরূপক রাশি
থাকতে হবে একটা
মায়া যাকে অমায়িক বলে ধরে নিয়েছিল
আরে, এই চুপ্, চুপ্
নয়, আট, সাত.....তিন দুই
নাউ
0 comments:
Post a Comment