Saturday, May 21, 2016
বিতানের তানঘর ১৩
গলানো
ভরের সোনাটা শুনছে
ছায়ার
কাছে বসে শুনছে
সোনার
বিজলি সহ রশ্মির
লতাবি
তান
ওকে
ধরে যতটা নেমেছি
কথায়
নেমেছি নৌসাদ
খালি
রাখা কুলুপের বাঁদিকে
রাখি
তিলকের তিল
আরেকটা পাসওয়ার্ড
পাশে
প্রত্যেকের অভ্যাস করা দুহাত
একই
রঙের সন্দেহ
পাশ দেয় পাশাকে।
বিতানের তানঘর ১৪
পিনড্রপ
ছাপিয়ে ডোরবেলে লেগে যায়
আরেকটা
ছোপছাপ আত্মহত্যার ক্লোন।
লেগে
যায় ফুটবোর্ড
ডোরাকাটা আপোসের দোলনা
ঘুরে
ফিরে ছলকায় পুষছি
ঘুরে
ফিরে ক্রীসমাস সনেটে
অনেকেই
কাছের ঘুম খুলে রাখতে পারে
অনেকের
কাছে খুলে রাখা ঘুম
ভরসা পায় লুকিয়ে।
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment