Saturday, May 21, 2016
ওঠাপড়া
ঘর জুড়ে এলাচ দানার ভেজা
হাত।
কয়েক ফালি ইথার ও ইশারা।
কে যেন সূচ-সুতোয় সেলাই
করে
বহুমাত্রিক ছায়া।
সমস্ত বিচ্ছেদ নিরীহ মুখে
সোফায় বসে।
তোমার হাত গরম হয়,
আলপিন ধরে রাখা সম্ভ্রমে।
নিরুদ্দেশের বিজ্ঞাপন।
চুপচাপ পালানোর ছক কষছে
বেডরুম।
হাতে রাখি এলোমেলো।
চোখ দিয়ে নামলে তুমি
সোনাব্যাঙ।
নীচু হয়ে কুড়িয়ে নিই
হুইলচেয়ার।
না ওড়া রোদের মুঠোফোন।
ওঠা
রাস্তা অনুসরণ করে জল। অল্প গেরিলাযুদ্ধ।
আনমনা ফল।
নামলো স্লিপিং গাউনে।
দাঁতে জড়ানো মেঘ হঠাৎ
নিয়োগপত্র।
বুকে ক্রশ আঁকা।
কুড়িটা চেয়ার। আয়নায় সাপলুডো
কৃষিখামার জানে। মগজও।
একে একে
নাম বলবো সমান্তরাল নতুন
বছর।
কোল্ডক্রিম মাখা পাখি, ভৈরবী
জানে উপকথার।
গুনগুন গাওয়া আহ্লাদ।
প্রথম দ্বিতীয় তৃতীয় হয়ে
ওঠে
বালিকা ইসকুলে।
পড়ো পড়ো তন্দ্রার চিবুক। হয়
গড়িয়ে আসা আলোর আশ্চর্য।
Subscribe to:
Post Comments (Atom)
বহুমাত্রিক মেটাফোরিক ব্যাপ্তির ক্রিয়া জেগে ওঠে। ইমেজগুলির স্ফুটনাঙ্ক সহজেই উপলব্ধি করতে পারি।
ReplyDeleteবহুমাত্রিক মেটাফোরিক ব্যাপ্তির ক্রিয়া জেগে ওঠে। ইমেজগুলির স্ফুটনাঙ্ক সহজেই উপলব্ধি করতে পারি।
ReplyDelete