Saturday, May 21, 2016
ক্রস স্টিচ
৯
বালিশ। ঘুমন্ত জল। ও বিকেল
আমাকে থামাও। কিছু একটা
পড়ে যাওয়া। জিঘাংসায় মিশে
প্রেম। মোটিফের আলোয় আ-ঢাকা
খাবারের খুনি গন্ধ। ক্যানভাসে গড়িয়ে
যাচ্ছে স্থাবর-জঙ্গম। কালো ঘোড়া। লাভা।
গরদ, গরদ ভেঙে, পুজো ভেঙে
ছুটে যাচ্ছি আমি। আমাকে থামাও। ও বিকেল
১০
বিকেল যদিও এল। ভোলামন, কাকে খোঁজো
ভবনদীজলে? এ বিষণ্ণ চালাঘর। দাঁড়কাকের
অগম্য এ ভেলা। যেখানে তামাকপাতা,
সেখানে তোমাকে খুঁজি আমি। অম্বিকা, অম্বিকা বলে
কারা ওই চলে যাচ্ছে বন্দরের দিকে। জবরদস্তির শেষ
দেখে যাব বলে, ব্রিজের ওপর থেকে ছুঁড়ে ফেলে
দেব তাকে হলুদ গঙ্গায়। ধীরস্থির কেউ আসে।
রাগের স্বপ্নেও তাকে কচ্ছপের মতো চেনা যায়
Subscribe to:
Post Comments (Atom)
ভালো লাগল মিতুল।
ReplyDeleteমুগ্ধতা...!!
ReplyDelete