Saturday, May 21, 2016
বীজ
ভিতরে কোলাহল এবং সুদর্শন
ভোর দেখিবারে পারে পাখি
ওড়ে বাতাস
মেঘ ভাঙে
ফোঁটা ফোঁটা বীজ তন্তুর খোঁজে
অপেক্ষায় জল
না-গল্পের মন্ডে আজ এমন ইচ্ছা করে
আর ক্রমশ ঘন হয়ে আসে অন্য ভূমির
ছবি
প্রসাধন
স্নানের ভিতরে ছায়া প্রকৃতই।
ডানা।
কিছুটা দুঃখ কষ্ট?
তা-ও আছে।
রৌদ্রে রেখেছে তবে কে!
ঐ আলো?
কীট?
প্রসাধনে জমেছে তুমুল।
রাত্রিও।
সাইকেলে সাইক্লিক।
কিছু বা আর্ত।
ভোর হল।
ভোরের দিকেই
তবু বোঝা গেল
চামচ যথার্থ প্রতিরোধশূন্য
হয়েছে।
খেলা
কোথাও কিছু নেই
তবু এ খেলা
দেখি খোলা
যেন কিছুই হয় নি
যেন বা হচ্ছে না
হবে না কখনো
উড়ন্ত চাকি থেকে জল
আবার স্নান
নিচু হই
যথা আগত
শুনতে পাচ্ছো?
না শুনলেই বা কি!
সেই তো গোল।
করপুটে খেলা করে অনঙ্গ
ভাবি,
এই হল বেশ
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment