Saturday, May 21, 2016
ঝুরোকবিতা সিরিজ
(৭৫)
বেমওকা বেপাড়ায় ঢুকে দেখা হয়েছিল সেই মেয়েটির সঙ্গে
মেয়েটি আমার পিঠে হাত রেখে বলেছিল
এভাবে হারাতে নেই ঠিকানা
আমাকে জলমহল দেখিয়েছিল সেই মেয়ে
সাতমহলা বাড়ির ছাদে বসিয়ে শুনিয়েছিল গান
আমি সেই মেয়ের দুই স্তনের আলোয় মুখ ডুবিয়ে দেখেছিলাম
আমার ছোটবেলার কাটাকুটি খেলার খাতায় কত যে রঙের বাহার
(৭৬)
হাজার সংলাপের শেষে এবার প্রণয়ের পালা
একে একে উড়ে যাচ্ছে কিশোরী মেঘ
আস্ত সামিয়ানা সরিয়ে উঁকি দিচ্ছে যুবতী ঘোড়া
পা টিপে টিপে ছন্দবদ্ধ চলা আর নয়
নাভিতলে দ্রুত সরে সরে যাচ্ছে
সূর্যের নীরোগ থাকার কথকতা
(৭৭)
অন্তত একটিবার হাতে হাত রেখে বলো তাই হোক্
বৃষ্টিতে ভিজুক শালবনের আলোছায়া
নীলিমায় ভরে যাক শোভাযাত্রা
শরীরের দরজা খুলে আসুক নীলকন্ঠ পাখি
বদল ঠিকানার বিষণ্ন এই ঘরে একটিবার
বেজে উঠুক বোহেমিয়ান উল্লাস
Subscribe to:
Post Comments (Atom)
তা এতোই আকাঙ্ক্ষার প্রকাশ! নিশ্চিত সম্ভাবিত করে বাংলা কবিতাকেও।
ReplyDeleteতা এতোই আকাঙ্ক্ষার প্রকাশ! নিশ্চিত সম্ভাবিত করে বাংলা কবিতাকেও।
ReplyDelete