Saturday, May 21, 2016
ভোর
দরজা খোলার শব্দে তোমার সকাল হয়
অলিখিত যন্ত্রণার আমিই কি জানি
পুরো?
তুলসীমঞ্চের নীচে আজ কাতর
সূর্যোদয়
অন্তরের বাক্সে মৃত শামুকের
স্বপ্নপূরণ
মৃত্যুর পর আলো এসে লেগেছিল গায়ে
জন্মের পর যেটুকু ছিল অনিয়মিত
পুরোটাই আমার সকালের জন্য,
পুরোটাই অন্যায়
সেটুকু আমার সীমারেখা...তাই
বিপ্লবও সীমিত
হাতে ধরে পায়ে ধরে দাঁড়িয়ে থাকে
জল?
সেতু ভেঙে হাহাকার করেছে তার
সাধ্য
পাহাড় নিয়ে বাঁচতে নেই...বাঁচুক
সমতল
আমিও থাকি সোনার খাঁচায়, পাখির
মতো বাধ্য
যে পথে সে নেই,সে পথেই আমি যাই
যে মাঝি
মারা যায়, তার নৌকোও ভেসে যায় জলে,
ঢেউ
তোমার, অভিপ্রায়, সমুদ্র চিনেছিল, নিজের কৌশলে,
আমায়
ছিনিয়ে খেয়েছে... বালির দিন, ডুবন্ত সূর্যের প্রাণী
নারকেলগাছে
ঘসটে নামা পা....নামতে নামতে কিছুটা
সাবধানী
সে
কিছুটাই, সে আর কিছু নয়, কিছু যেন না হয় সে
আমরা
অনেকেই মূলধন হারিয়েছি...কিছুটা তোমায় ভালবেসে...
যে চাঁদে
আজ মানুষ কেঁদেছে, তার ফিরে আসার রাস্তা শোনে
কীভাবে
একদিন নৌকো হারিয়ে যায়...
জাহাজের প্রলোভনে...
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment