Saturday, May 21, 2016
মল্লিকা .com
যখন মল্লিকার সমস্ত চৌষট্টি আমি আলতো করেছি
যখন ক্যামেরার অনুরোধ ডালিম ফোঁটায়
আর অনুরণন মানে চুড়ান্ত দেবদারু
যখন ফর্সা হাসি একটা কোমর ছাড়া কিছু নয়
কিছু একটা নয় ১৪৪ সিলিকনের ওপর মাধুরী ছোট্ট একটা ড্রপ
নতুন শতাব্দীর কুঁচকে যাওয়া দশ ইঞ্চি
আমাদের পশম অবধি নিয়ে যায়
যেন খুঁজতে থাকে মনোবীণা, মনোভাব, মন মেঘের ওপর
জার্নি
আর আমি আদরের জামফল একবার বোধ করি।
বুঝতে পারিনা কাকলির জলবায়ু।
যেখানে নিখুঁত পাজামা ব্যাথার ঠুংরিগুলি
মাংসের গান হয়।
আমার মনে পড়ে কুসুম ঊরুর ছাদ।
শ্বাস প্রশ্বাসের কার্নিশে আত্মীয়তা শিখি।
আমি কেউ নই, কম্পনরত চাপ তখন ভীতু ও গরম।
চিরুনী কামনাদেবী আর লাল টিপ বালির ওপর
তুখোড় প্রেমিক তবু ঈষৎ আলসেমি।
Subscribe to:
Post Comments (Atom)
ভাললাগল
ReplyDeleteএক স্থলিত বিস্মরণ অহম্ চূর্ণ করে দেয়। আয়োজনের পারদ তবুও জীবিত থাকে।
ReplyDeleteবাক রুদ্ধ
ReplyDeleteগৃহস্থ আলনায় শব্দ সাজিয়ে রাখতে রাখতে মহার্ঘ হয়ে ওঠে হৃদয় এবং নি:শ্ব হয়ে যায় চারপাশ,পরিবেশ- ছুঁয়ে ফেলি কবির ঠিকানা, এক বিশ্ময়ের উঠোন। ধন্যবাদ বিশ্বরূপ।
ReplyDelete