Saturday, May 21, 2016
ধাক্কা
চিরন্তন শব্দের ধারনা থেকে
এতদূরে থেকেও
জটিল নকশার ভাঁজে এই সব জড়িয়ে মড়িয়ে
বিশ্বাস করার জন্য একটা অতীত
আর আলো হয়ে থাকা রূপকথা
ঠিক সেইসব কাহিনী সাজায়
কান যা শুনতে চেয়েছে আসলে
সত্যাসত্য যাচাই করার কথা না
ভেবে
গোলকধাঁধায় পুড়ে যাওয়া এতটা
সময়, তারও গুনিতক
ভেতর পর্যন্ত মখমলি উপশমগুন
নিয়ে কত চলাচল
প্রস্তুতিহীন এই ধাক্কার কাছে
নিয়ে এল
ভাঙনেরও অভ্যেস ভুলে তার
পায়ের তলার মাটি আচমকা জল হয়ে
আসে
আর পাখনাবিহীন, সাঁতারের ভাষা
ভুলে
খাবি খাওয়া মাছের মতই
আঁশটে স্বভাব হেতু --ত্যাগ করে
জলও সরে সরে যায়
রক্তের চিহ্ন সব ধুয়ে মুছে
নিলে
হত্যাদৃশ্যটির কথা বেশিদিন
মনেও থাকেনা
এই আছি এই নেই করে দিতে পারো
ততটাও ঈশ্বর তুমি নও
Subscribe to:
Post Comments (Atom)
পায়ের তলার মাটি অাচমকা জল হয়ে অাসে...ভারি ভালো লেখা রে...
ReplyDeleteভালো লাগল।
ReplyDelete